ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

খুলছে সিটিসেল

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০১৬ , ১২:৩২ পিএম


loading/img

বাংলাদেশের প্রথম সিডিএমএ মোবাইল অপারেটর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আসছে ১৯ নভেম্বরের মধ্যে সিটিসেলকে ১০০ কোটি টাকা পরিশোধেরও নির্দেশ দেয়া হয়েছে।  
 
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
 
আদালতে সিটিসেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। বিটিআরসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফজলে নূর তাপস।
 
গেলো ২৫ অক্টোবর সিটিসেল বন্ধে সরকারের সিদ্ধান্ত বহাল রেখে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বিজ্ঞাপন

বকেয়া শোধ করতে না পারায় গেলো ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বাতিল ও কার্যক্রম বন্ধ করে দেয় বিটিআরসি।

তরঙ্গ বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত স্থগিতে নির্দেশনা চেয়ে গেলো ২৪ অক্টোবর আবেদন করে সিটিসেল।

বিজ্ঞাপন


 
এম/ এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |